সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা বোয়ালমারী উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাই — শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে।

মক্কায় ভাইরাল সর্বকনিষ্ঠ হজযাত্রীর মৃত্যুতে কাঁদছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক- / ৭৭৯ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

পবিত্র হজ ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় পাঁচ ইবাদতের একটি। একজন সক্ষম ও সামর্থবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। সারাবিশ্ব থেকে হজের মৌসুমে মহান আল্লাহর ঘরে তাই জড়ো হন ২০ থেকে ২৫ লাখ মুসল্লি। জীবনের শেষ সম্বল দিয়ে হলেও বহু কষ্টে হজ পালনে যান অনেকে।

সৌদি আরবের বিরুপ আবহাওয়া, শারীরিক পরিশ্রম আর প্রচণ্ড ভীড়ে বহু হাজযাত্রীই মৃত্যুবরণ করেন মক্কা আর মিনা। যদিও এই কষ্ট লাঘবে চেষ্টার কমতি নেই সৌদি প্রশাসনের। চলতি বছর এখন পর্যন্ত সেখানে মারা গেছেন অন্তত ১৫ জন বাংলাদেশি।

আল্লাহর ঘরে গিয়ে ইবাদতকালে মৃত্যু ধর্মভীরু মুসলমানদের কাছে যেন পরম সৌভাগ্যের। কারণ সেখানে মৃত্যু হলে পবিত্র ভূমিতেই দাফন করা হয়। এমন ভাগ্য কজনের কপালে জোটে। কিন্তু তাই বলে নিষ্পাপ শিশু! বিষয়টি চরম ব্যথিত করেছে খোদ মক্কার হজ কর্মকর্তা আর অন্যান্য হজযাত্রীকে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে ফিরছে এই ছবিটি। যাতে দেখা যাচ্ছে, সৃষ্টিকর্তার প্রিয় ঘরের সামনে বাবার কোলে কতটাই না খুশি, ইহরাম বাঁধা নিষ্পাপ এই শিশুটি। ইয়াহইয়া মোহাম্মদ রামাদান নামের এই শিশুটি বাবা মায়ের সাথে পবিত্র আল্লাহ ঘর তাওয়াফে আসে সুদূর মিশর থেকে। বলা হচ্ছে, এ বছর যত হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ।

শুরুতে বলা হচ্ছিল প্রচণ্ড গরম সহ্য করতে না পারে মৃত্যু হয় ইয়াহইয়া রামাদানের। তবে কয়েকটি সংবাদ বলছে, ছাদ থেকে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায় সে। হারাম শরীফের মাইকেই ঘোষণা করা হয় রামাদানের মৃত্যুর কথা। মরহুমের সম্মানে জানাযাও হয় পবিত্রতম এই মসজিদে।

জর্ডান ভিত্তিক রোয়া নিউজ জানিয়েছে, পবিত্র মাটিতে ইয়াহহিয়ার এমন মৃত্যু তার পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের ভারাক্রান্ত করেছে। পরে তাকে মক্কাতেই দাফন করা হয়।

সর্বকনিষ্ঠের শোক সংবাদের বিপরীতে এবারের হজে বয়োজ্যেষ্ঠ হজযাত্রী হিসেবে মক্কায় গেছেন আলজেরিয়ার বাসিন্দা সারাহুদা স্তিতি। বলা হচ্ছে, তার বয়স ১৩০ বছর। গেল মঙ্গলবার বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ। এই খবরও ফলাও করে প্রচার করছে গালফ নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

One response to “মক্কায় ভাইরাল সর্বকনিষ্ঠ হজযাত্রীর মৃত্যুতে কাঁদছে সৌদি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *