বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
মুসলিমদের অভিজ্ঞতা ভালো নয়। সাম্প্রতিক বছরগুলোয় দেশে এই প্রথম কোনো মুসলিম লোকসভা ও রাজ্যসভায় বিজেপির সংসদ সদস্য হতে পারছেন না। কোনো মুসলমান মন্ত্রিসভায় মন্ত্রী হন নাই। বিজেপি ভুল কাজ করেছে। আমাদের (কংগ্রেস) সরকার ছিল গোটা দেশের প্রতিচ্ছবি। কিন্তু তারা “হিন্দ, হিন্দু, হিন্দুত্ব” স্লোগান দিয়ে জাতির পরিচয় বদলে দিতে চায়। এটা ভালো নয়।’
কথাগুলো ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য শশী থারুরের।
ভাগ্য এমনই ভারতের মুসলমানদের ; যাদের সংখ্যা ২০ কোটিরও বেশি এবং মোট ভারতীয় জনসংখ্যার ১৫ শতাংশ। নরেন্দ্র মোদির নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো দেশ চালাবে বিজেপি। সপ্তাহ খানেক আগে ৭১ জন মন্ত্রী ও রাজ্যের মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। তাঁদের মধ্যে কেউই মুসলমান নন। যেখানে নতুন সংসদে নির্বাচিত বিজেপির ২৪০ জন সংসদ সদস্যের কেউই মুসলমান নন, মন্ত্রিসভায় একজন মুসলমান কীভাবে থাকবে। দলটি মনোনয়নও দিয়েছিল কেরালায় মাত্র একজন মুসলিমকে, তিনি হেরেছেন।
স্পষ্ট হয় নির্বাচনকালীন মোদির বক্তব্যেই মুসলিমবিরোধিতার বিষয়টি। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে বিপুল জনতার সামনে মোদি বলেন, ‘ক্ষমতায় গেলে দেশের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের সম্পদ “অনুপ্রবেশকারী” ও “তাদের মধ্যে বণ্টন করে দেবে।’যাদের বেশি সন্তানআছে”,