সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
রাজনৈতিক পরামর্শক সভায় বসছে বাংলাদেশ ও ইতালি। আজ সোমবার পররাষ্ট্রসচিব পর্যায়ের ( ঢাকায়) অনুষ্ঠেয় এ সভায় প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং অভিবাসন ইস্যু গুরুত্ব পেতে পারে।
সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পক্ষে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া নেতৃত্ব দেবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, অভিবাসন, স্যাটেলাইট প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইস্যু ও বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে একে অপরকে সহযোগিতার বিষয়টি আলোচনায় থাকবে।
প্রতিরক্ষা খাতে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তাব দেওয়া আছে ইতালির পক্ষ থেকে। দেশটি এ দলিল সই করার বিষয়ে বেশ আগ্রহী। বাংলাদেশের কাছে জঙ্গি বিমান, স্যাটেলাইট, টহল জাহাজসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি সমুদ্রে ইতালি। অংশীদারিত্ব বাড়াতে চায় । এ জন্য বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড এর সঙ্গে কাজ করতে আগ্রহী দেশটি।