রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
দেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দার মালিক মো. কাউছ মিয়া মারা গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃ ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি তার স্ত্রী, আট ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া তাঁর বাবার মৃত্যুর খবরের কথা জানান। তিনি বলেন, আজ মঙ্গলবার বাদ জোহর ঢাকার আরমানীটোলা মাঠে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাঁর বাবাকে দেশে আনা হয়। শনিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি গতকাল রাতে মারা যান। তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন