রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
চিকিৎসাধীন হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
রোববার (৩০ জুন) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ম্যাডামকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলাম, এখন তার চাইতে ভালো আছেন। এখন উনার অবস্থা স্থিতিশীল রয়েছে।