বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ। এতে বক্তব্য দেন মির্জা আব্বাস। আজ বিকেলে গাজীপুর শহরের রথখোলা বাংলাদেশ সুন্দর একটা শান্তিপ্রিয় দেশ। দেশটার দিকে হায়েনার লোলুপ দৃষ্টি পড়েছে। এই লোলুপ দৃষ্টি আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের নেত্রী বলেছেন, “বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।” আমরাও বলি, বর্ডারের ওই পারে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। আমরা প্রভুত্ববাদে বিশ্বাস করি না,বিশ্বাস করি বন্ধুত্বে ।’
আজ সোমবার গাজীপুর শহরের রথখোলা মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস আরও বলেন, চারদিকে‘বাংলাদেশের অক্টোপাসের মতো বিদেশি শক্তি হাত বাড়িয়ে দিয়েছে। এদের থেকে বাঁচতে হবে। স্লোগান দিলে চলবে না। বুকের রক্ত যারা দেবে, তাদের জন্য স্লোগান দিতে হবে। পুলিশের ভয়ে তরুণেরা যদি আন্দোলন না করে, তাহলে এই দেশ থেকে গণতন্ত্র চিরতরে বিলীন হয়ে যাবে। অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি, কারও দাসত্ব করার জন্য নয়। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ষা করতে হবে রক্ত দিয়েই ।’