বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
এই সরকারের অস্তিত্ব থাকবে না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেল থেকে বের হলে। আওয়ামী লীগ খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায়। জনগণকে ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকারসহ সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশে আমরা পরাধীন নাগরিক হিসেবে বসবাস করছি।’
আজ সোমবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সদস্যসচিব আবু আল ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশে খুনের মামলার আসামি উচ্চ আদালত থেকে জামিন পান। ফাঁসির মামলার আসামিরও জামিন হয়েছে। আমাদেরও জামিন হয়, একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না। প্রতিবেশীদের সন্তুষ্ট করতে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলে আটকে রেখে তিলে তিলে মারতে চায় আওয়ামী লীগ। খালেদা জিয়া অসুস্থ হলেও সরকারের ষড়যন্ত্রে তাঁকে অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করা হয়নি।’