বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শাবনূরের জানা গেছে, দেশে নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে। ‘রঙ্গনা’ ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া টু ঢাকা করছেন অভিনেত্রী। নিজেকে অনেকটাই বদলেও ফেলেছেন শাবনূর। কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন আরও দুটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। শাবনূরের নতুন লুক ভাইরাল হয়ে যায়। নতুনভাবে প্রিয় নায়িকাকে ভক্ত-অনুরাগীরাও দেখে উচ্ছ্বসিত।
শাবনূর অস্ট্রেলিয়ায় থাকাকালে যুক্ত হন ‘রঙ্গনা’ নামের এই সিনেমাতে । পরিচালনা করছেন আরাফাত হোসাইন। নতুন এই সিনেমা দিয়ে কামব্যাক করছেন নায়িকা। অন্যদিকে ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। তিনিএর আগে বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ‘মাতাল হাওয়া’ নামেও আরেকটি সিনেমায় অভিনয়ের কথা জনপ্রিয় এই অভিনেত্রীর।