সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই বাধাগ্রস্ত করে না, বৈষম্য ও দারিদ্র্যকেও বাড়িয়ে দেয়। দুর্নীতির প্রধান কারণ নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়। দুর্নীতি রোধে আমাদের প্রয়োগ নেই নীতি আছে কিন্তু ।
মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনাসমূহ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন ।
কাজী খলীকুজ্জামান বলেন, আমরা বলার সময় ঠিকই বলছি যে, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করা হচ্ছে। আসলে কাজের বেলায় তার কিছুই নেই। ফলে একজন দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে এবং তাকে দেখে আরো দুর্নীতি করার সাহস পাচছে। এ কারণেই আজ বৃদ্ধি পেয়েছে দুর্নীতি এতো পরিমাণ।
এই দুর্নীতিবাজদের রুখতে সরকারকে দুষ্টচক্রকে (সিন্ডিকেট) চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওয়াত আনতে হবে, মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি প্রতিরোধ করতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে। সব নাগরিকের জন্য টেকসই উন্নয়ন ও দেশের ন্যায়সংগত অগ্রগতি নিশ্চিত করতে আমাদের অবশ্যই শক্তিশালী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বাড়াতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা ।