রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বলেছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তাঁর গাড়িচালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হয়েছেন।
প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জন গ্রেপ্তারের বিষয়টি বর্তমানে সর্বত্র আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিষয়টি সবারই সামনে এসেছে ।পিএসসির সাবেক চেয়ারম্যান সাদিক পেলেন আওয়ামী লীগের মনোনয়ন
২৬ নভেম্বর ২০২৩
আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানদের প্রসঙ্গ তোলেন এবং তাঁরা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন।
পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন বলে জানান।