বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ শাখা) বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের কোনো সম্পর্ক নেই জনগণের সঙ্গে । তারা একনায়তন্ত্র ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে যেকোনো মূল্যে টিকে থাকতে চায় ক্ষমতায় ।
গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে দাবি করে। মির্জা ফখরুল বলেন, এই গণতন্ত্র ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।পুরো দলীয়করণ করেছে প্রশাসনকে । এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাকি নেই, যেগুলো তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততই আরও দ্রুত রসাতলে যাবে বলেও তিনি মন্তব্য করেন ।