সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
নদীভাঙন
মানিকগঞ্জ যমুনা নদী পাড়ের মানুষের
জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৯ জুলাই ২০২৪
মানিকগঞ্জে যমুনাপাড়ের মানুষের হাহাকার
‘আমার কেউই নাই দুনিয়ায়। ব্যাটা নাই, পুত্র নাই। নাই বলতে কিছুই নাই। বাড়ি ঘর ভাইঙা গেছে। খুব কষ্টে আছি। আমি এখন কই যামু।’আঁচল দিয়ে চোঁখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সত্তরোর্ধ্ব ফুলমতি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের এই বৃদ্ধা স্বামী মারা যাওয়ার পর থেকে এমনইতেই অসহায় জীবন যাপন করছিলেন। ছোট একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে শেষ সম্বলটুকুও বিলীন হয়েছে যমুনায়। এখন কি করবেন, কোথায় যাবেন তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন । নদী পাড়ের বহু মানুষের তার মতো অবস্থা ।