বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
গত বছরের নভেম্বরে সব ধরনের ভিসা বন্ধ করেছিল ওমান। বাংলাদেশিদের জন্য এতে দেশটির শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। এখন চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২টি খাতে হচ্ছে উন্মুক্ত ওমানের শ্রমবাজার। এটি শুধু দক্ষ কর্মীদের জন্য। এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আজ বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশি সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন , দেশটিতে ৯৬ হাজার অবৈধভাবে থাকা বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে নিয়ে ও ভাবছে ওমান। দুই দেশের মধ্যে শিগগিরই যৌথ কারিগরি কমিটির সভা ও হতে পারে।