সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
পাহাড়ি ঢলে তিন দফায় বন্যায় আক্রান্ত হলো সিলেট। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা।দূষিত বানের পানিতে পানি পান ও চলাফেরা করায় ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসতন্ত্রের সংক্রমণ (রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন) ও দেখা দিয়েছে চোখের রোগ দুর্গতদের।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে এক হাজার ৮৬ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মৌলভীবাজারে পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের জন্য সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ চার জেলায় ৬৭১ টি খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র । দিয়ে যাচ্ছে স্বাস্থ্যসেবা ৪০৩টি মেডিক্যাল টিম।
বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বন্যাকবলিত হয়েছে সিলেটের ১৩ উপজেলার ১০১ ইউনিয়ন ও কয়েকটি পৌরসভা। একইসঙ্গে প্লাবিত হয়েছে সিলেটের এক হাজার ১১৬ গ্রাম। বিভাগের ৪০ উপজেলার মধ্যে দুর্গত উপজেলা ২৬টি। ৩৩৪ ইউনিয়নের মধ্যে বন্যায় ১৫৩ ইউনিয়ন আক্রান্ত হয়েছে ।