রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মহিলাদের পণ্য বিপণন ও বাজারজাতকরণে জয়িতা কাজ করে যাচ্ছে। সরকারিভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে নারীদের এগিয়ে নেওয়া হচ্ছে। দেশীয় পণ্য বাজারজাত করণের মাধ্যমে জয়িতা স্বনির্ভর উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুধবার (১০ জুলাই) রাজধানীর জয়িতা টাওয়ারের সভাকক্ষে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক।