বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সাভারের আশুলিয়ায় মনিন্দ্র পাল (৫০) নামে এক সর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা একটি মোবাইল ফোন ও সোনার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ।
মঙ্গলবার (২ জুলাই) আনুমানিক রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় নয়ারহাট গণবিদ্যালয় স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত মনিন্দ্র পাল সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের সন্তোষ পালের ছেলে। জানা যায় পিয়াঙ্কা জুয়েলার্স নামে নয়ারহাট বাজারে তার একটি সোনার দোকান রয়েছে।
আহতের স্ত্রী গৌরি পাল ঢাকা পোস্টকে বলেন, ‘আমার স্বামী আশুলিয়ার নয়ারহাট বাজারের পিয়াঙ্কা জুয়েলার্সের মালিক। মঙ্গলবার রাতে সে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। দোকান থেকে একটু সামনে এলে পথিমধ্যে কয়েক জন ছিনতাইকারী তার পথ রোধ করে দাঁড়ায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা সোনার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। সেখানে তার অপারেশন করা হয়েছে।’