শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনির বাসিন্দাদের ওপর উঠেছে হামলার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেনের কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সুইপার কলোনিতে এ হামলার ঘটনা ঘটে। এতে হরিজন সম্প্রদায়ের শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎ চলছে।
এই ঘটনার পর মিরনজিল্লা এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে। হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণা, তাদের ওপর আবারও আক্রমণ করতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , হামলাকারীরা ধারালো দা, চাপাতি, লাঠি নিয়ে হামলা চালায়। হরিজন পল্লীর ঘর-বাড়ি, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হরিজন কলোনির অর্ধশতাধিক মানুষ আহত হয় বলেও জানান । গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়।