বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
কোটা আন্দোলনকারীদের অবস্থান শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। চেষ্টা করেও ঠেকাতে পারেনি তাদের পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে শাহবাগে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।
একটি অংশ বাংলামোটরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। অন্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে তারা শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত ব্লক করে সড়ক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।