রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
বি এন পির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,বাংলাদেশকে বর্তমান সরকার দেখতে চায় না মেধাবী রাষ্ট্র হিসাবে । কারণ মেধাবীরা সত্য পথে চলে; সত্য কথা বলে, মেধাবীরা প্রতিবাদ-প্রতিরোধ করে। তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্যও লড়াই করতে হবে। গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে।’ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা ঘোষণার বর্ষপূর্তিতে সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। গত বছরের ১২ জুলাই বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকরা করেছিল একদফা ঘোষণা ।
আমির খসরু বলেন, দেশের হাইজ্যাক (ছিনতাই) হয়ে গেছে মালিকানা ‘ । মালিকানা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও রাজনৈতিক বন্দোবস্তের দরকার আছে। সংবিধান, বিচার বিভাগ, সংসদ, অর্থনৈতিক ব্যবস্থা, জনগণের অংশগ্রহণ নিশ্চিতে কী কী বদল আনতে হবে সেটি গুরুত্বপূর্ণ। এই ৩১ দফা প্রণয়ন সে জন্যই ।’