বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেতা-কর্মীরা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন করে । বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনে
খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু সরকার তাঁকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজ শনিবার বিকেলে নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় চট্টগ্রাম নগর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে এরশাদ উল্লাহ বলেন, খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। সরকারের প্রতিহিংসা বেড়েই চলেছে তাঁর চিকিৎসার জন্য।