রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
বিভিন্ন কলেজের শিক্ষার্থীর কোটা সংস্কার নিয়ে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে । বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে জেলা শহরের রেল গেট এলাকায় অবস্থান নিয়ে রেল লাইন অবরোধ করেন। তারা রেল লাইনে গাছের গুঁড়ি ও রেলের পাত লাইনের ওপর তুলে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা পুলিশ দেখে উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হয় সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও সদর থানার ওসি মাসুদ রানাসহ কয়েকজন পুলিশ সদস্য ।
দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রেল লাইনের পাশেই জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র মতলুবর রহমান ও সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়। হাসপাতালে