বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন ছাত্রজনতা বাড়িটি আগুনে পুড়িয়ে দেয়। পোড়াবাড়িটির একটা অংশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোকেয়া প্রাচী লেখেন, ‘আছি ধানমণ্ডি ৩২। হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আজ আমরা বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।