বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এখনো হয়নি স্বাভাবিক। মন্ত্রণালয়ে উপস্থিতি খুবই কম। বিভিন্ন মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। তবে কর্মচারীদের উপস্থিতি ভালো ছিল তুলনামূলক।
কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, যাঁরা এসেছেন, তাঁরা অলস সময় পার করছেন। একাধিক কর্মকর্তা জানান, এখন তো কার্যত সরকার নেই। তাই কাজও নেই। অনেক কর্মকর্তার রুমে গিয়ে দেখা যায় আসেননি তাঁরা ।
সরকার পতনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিএনপিপন্থী কর্মকর্তারা ঢুকছেন । গত মঙ্গলবার পদোন্নতিবঞ্চিত ২০ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁদের কয়েকজন গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন। তাঁরা এখন সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত। যদিও তাঁদের ব্যাচমেটরা কেউ এখন সচিব, কেউ অতিরিক্ত সচিব, কেউ যুগ্ম সচিব।