বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
রাজধানীর বাজারে সরবরাহ স্বাভাবিক হলেও বেড়ে যাওয়া চালের দাম এখনো কমেনি। উলটো সপ্তাহের ব্যবধানে দাম আরো বেড়েছে। দাম বাড়ার এ তালিকায় আরো রয়েছে: চিনি, কাঁচা মরিচ ও কোনো কোনো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরবরাহ সমস্যায় বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যায়। বর্তমানে কোনো কোনো পণ্যের দাম কমলেও চালসহ কিছু পণ্যের দাম এখনো বাড়তি। এসব পণ্যের মিলার ও পাইকারি পর্যায়ে তদারকি করলে দাম কমে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচরা ব্যবসায়ী জানিয়েছেন, নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট হয় তা মিলার ও পাইকারি পর্যায়েই হয়ে থাকে। তাই এখানে সিন্ডিকেট ভাঙতে পারলে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে।