রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
ভারতের সাথে ১০ বছরের পুরোনো ‘হিসাব মেটানোর’ অপেক্ষায় রয়েছে নাথান লায়ন। এতে তাঁর বড় একটা শক্তি হতে যাচ্ছে ইংলিশ স্পিনার টম হার্টলির কাছ থেকে পাওয়া তথ্য। বছরের শেষে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হবে অস্ট্রেলিয়া মুখোমুখি ।
দুদলের সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় সিরিজেই ভারত জিতেছে। অস্ট্রেলিয়ার শেষ জয়টি ২০১৪-১৫ মৌসুমে। দেশের মাটিতেও সর্বশেষ দুটি সিরিজই ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে বর্তমান দলের অনেকেরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কোনো স্মৃতি নেই।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পায় ভারত। সেবার অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়ে ১-০-তে পিছিয়ে পড়েছিল ভারত। এরপর চোট ও অন্যান্য কারণে প্রায় দ্বিতীয় সারির দল খেলাতে হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জেতে তারা।