মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
পুলিশের সার্জেন্ট নিয়োগে ৬ ছাত্রলীগ নেতা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল। এই দুটি নিয়োগের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সুপারিশ করেন তিনি। সুপারিশে শিক্ষামন্ত্রীর অফিসিয়াল ডিও লেটার (আধা সরকারি পত্র) ব্যবহার করেন।
ডিও লেটার ইস্যু করা হয় ১০ এপ্রিল ২০২৩ সালে। ওই সময় তিনি শিক্ষা উপমন্ত্রী ছিলেন। ২০২২ সালের বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চূড়ান্তভাবে ৭২৬ জনকে নির্বাচিত করা হয়েছিল। নির্বাচিত প্রার্থীরা চলতি বছর ১৬ জুলাই যোগদান করেন।
ডিও লেটারে উল্লেখ রয়েছে, আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেন। সার্জেন্ট নিয়োগ পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণকারী নিম্নবর্ণিত পরীক্ষার্থীগণ লিখিত ও কম্পিউটার দক্ষতা পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।