বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শুরু হচ্ছে সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে নামছে শেষ হওয়ার প্রায় দুই মাস পর বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া বাদ সেধেছে। বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বাধীন দলে দুই বছর পর টেস্টে ফিরেছেন সাদমান ইসলাম। তাতে জাকির হাসানের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে সাদমানকে দেখা যেতে পারে ।