রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সোমবার সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস আটক (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে চঞ্চল পাসপোর্ট ও ভিসা নিয়ে ভোমরা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে।
সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি জানান ।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে অনেক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান রয়েছে। একই এলাকার বাসিন্দা এবং তার একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শেদীর অপকর্মের সহযোগী হিসেবে কাজকরে আসছে।
লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে।