মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভের পর সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা । সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয় জানিয়েছে।
গত সোমবার ভারতীয় ওই ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেন বেশকিছু ব্যক্তি। তাঁরা কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীদের হুমকি দেন। এরপর এ ঘটনার পুনরাবৃত্তি রোধে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করে ভারতীয় হাইকমিশন। ওই ঘটনার পর গতকাল যমুনা ফিউচার পার্কে ওই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকে।
ভারতীয় হাইকমিশনের সূত্রে জানায়, গতকাল সেনাবাহিনীর একটি ইউনিট ভিসা কেন্দ্রে মোতায়েন করা হয়। ভাটারা থানা থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এতে নিরাপত্তাব্যবস্থা সামগ্রিকভাবে বাড়ানো হয়েছেজানা গেছে,।
এখন পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো জনবল ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কার্যক্রম চালাতে পারছে না । শিগগিরই জনবল ও সামগ্রী সরবরাহ সাপেক্ষে ওই চারটি কেন্দ্রে কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়।