মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন সে জন্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বুধবার টেলিফোন কথোপকথনের সময় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তী সরকার দেশে সমৃদ্ধের দিকে নিবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।
অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের জন্যে ও ধন্যবাদ জানান। তিনি তার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন, যা উপসাগরীয় আরব জাতিকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জাতিতে পরিণত করেছে বলে জানিয়েছেন ।