শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ধর্ম উপদেষ্টা আ. ফ. ম খালিদ হোসাইন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন এবং বায়তুল মোকাররমে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে দুর্নীতি তদন্তে। এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন এবং বায়তুল মোকাররম মসজিদের বিভিন্ন পদে আসীন ব্যক্তিদের নিজের গ্রহণযোগ্যতা এবং অবস্থান বিবেচনা করে পদ থেকে উচিত স্বেচ্ছায় সরে যাওয়া। নাহলে অপসারণ করা হবে তাদের।
বুধবার ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভা কক্ষে ‘দারুল আরকাম মাদরাসা- সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা তিনি বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানটিতে সরকারি অর্থ লোপাটকারীদের বিন্দুমাত্র ও ছাড় দেওয়া হবে না। তাদের সম্পদের হিসাব নেওয়া হবে। ২০০৯ সালে তাদের সম্পদ কত ছিল এবং ২০২৪ সালে তাদের সম্পদ কত হয়েছে তার হিসাব নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দারুল আরকাম মাদরাসা প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুস সবুর, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার এবং ঢাকা বিভাগীয় পরিচালক মহিউদ্দিন মাহিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর আহমদ মুজাদ্দেদী, ইফার পরিচালক আনিসুজ্জামান সিকদার, পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, পরিচালক হাজেরা খাতুন, উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদার।