মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম
খিলক্ষেতে অপহৃত ভিকটিম উদ্ধার: অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার সাতজন টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে এক বছর চার মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন —— নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ ৯ ডিসেম্বর রবি আজিয়াটা পিএলসি কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর কোরিয়ার সহায়তায় নদীর পানি মান যাচাইয়ে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় মালয়েশিয়া অ্যান্ড বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল

নিজ থেকে সরে উচিত গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের

মোঃ সিকান্দার আলী / ২৫৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম খালিদ হোসাইন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন এবং বায়তুল মোকাররমে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে দুর্নীতি তদন্তে। এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন এবং বায়তুল মোকাররম মসজিদের বিভিন্ন পদে আসীন ব্যক্তিদের নিজের গ্রহণযোগ্যতা এবং অবস্থান বিবেচনা করে পদ থেকে উচিত স্বেচ্ছায় সরে যাওয়া। নাহলে অপসারণ করা হবে তাদের।

বুধবার ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভা কক্ষে ‘দারুল আরকাম মাদরাসা- সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা তিনি বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানটিতে সরকারি অর্থ লোপাটকারীদের বিন্দুমাত্র ও ছাড় দেওয়া হবে না। তাদের সম্পদের হিসাব নেওয়া হবে। ২০০৯ সালে তাদের সম্পদ কত ছিল এবং ২০২৪ সালে তাদের সম্পদ কত হয়েছে তার হিসাব নেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দারুল আরকাম মাদরাসা প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুস সবুর, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার এবং ঢাকা বিভাগীয় পরিচালক মহিউদ্দিন মাহিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর আহমদ মুজাদ্দেদী, ইফার পরিচালক আনিসুজ্জামান সিকদার, পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, পরিচালক হাজেরা খাতুন, উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *