বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
বাড়ির ভেতর মরে পড়ে আছেন কেউ জানেনও না; পঁচা-গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা যায় তিনি মারা গেছেন— এমন তথ্য শোনা যায় প্রায় এশিয়ার উন্নত দেশ জাপানে। সেখানে অনেকেরই নিজের বাড়িতেই একা মৃত্যু হয়। জীবনের শেষ সময়টায় পাশে পান না তারা একজনকেও।
জাপানের পুলিশ জানিয়েছে, শুধুমাত্র এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৪০ হাজার মানুষ -একাকীত্বে মৃত্যুবরণ করেছেন।
এরমধ্যে ৪ হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর। আর ১৩০ জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর।