রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
অসুস্থ জার্নালিজমকে সুস্থ ও সুন্দর করতে হবে—উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ অংশগ্রহণকারী ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার- উপদেষ্টা শারমীন এস মুরশীদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব — ধর্ম উপদেষ্টা স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।”* -উপদেষ্টা আসিফ মাহমুদ কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান: কালোধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায় জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড ১০০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

সুস্থ-সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই আর পচন নয়, : প্রধান উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ২৬৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ড. মুহাম্মদ ইউনূস
ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন যা করা হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পচন নয় আর , আমরা সুস্থ-সবল জাতি হিসেবে চাই দাঁড়াতে ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, মূল লক্ষ্য যে কয়টা দিন আছি, আমরা এক সঙ্গে কাজ করবো। এই নতুন বাংলাদেশের জন্য যা প্রয়োজন করবো । যেন বলে যেতে পারি, এই সময় আমাদের একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি, আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে নতুন তরতাজা বাংলাদেশ করেছি সৃষ্টি।

তিনি বলেন, আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো। চলেুন এক সঙ্গে কাজ করি আমরা।

ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার লক্ষ্য ছিল একটা নতুন বাংলাদেশ হবে। তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন সুযোগ পেলাম। এই সুযোগ না এলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনও চিহ্ন দেখা যাচ্ছিল না, হঠাৎ করে সমস্ত বাধা চলে গেলো কাছ আমাদের থেকে ।

ড. ইউনূস বলেন, যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছো, যে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বোই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না।

ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা বলেন, চিন্তা করে দেখুন, কী এই সুযোগ। সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। নতুন করে যে স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সে স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন। এই সুযোগ আর কখনও আসে কিনা জানি না। এই সুযোগকে আমরা যেন হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না।

ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই- সরকার এবং সরকারের বাইরে যারা সবাই এক জোট, এক টিম। এটা একটা কমপ্যাক্ট টিম। আপনারা সেই টিমের সদস্য। যেটুকু সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই।

তৈরি পোশাক শিল্পকে বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আজকে যে দুই নম্বরে আছি, কী করে আমরা এক নম্বর হবো, আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো, যাক বাবা, একটা কিছু করেছি তো। সব কিছু আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই। কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করবো।

ইউরোপ-আমেরিকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আজকে ধরনা দেই ব্যবসায়ীদের কাছে যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে। তাদের কাছে আমাদের ফরিয়াদ কী করতে হবে, তারাও কৌতূহল নিয়ে দেখছে আমাদের এখানে কী হচ্ছে। তাদেরকে আমরা ডেকে আনতে পারি, এখানে আসুন, তোমরাও শরিক হও এর মধ্যে। আমাদেরকে সুযোগ দাও একবার যাতে করে আমরা যে পরিস্থিতিতে আছি সেখান থেকে আরও উপরে চলে যেতে পারি।

তিনি বলেন, যে সমস্ত সুযোগ-সুবিধা আমাদের এখনও দাও নাই। বরং কথা হচ্ছে, আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে গেলে আমাদের সুযোগ-সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই। আমরা পেছনে থাকতে চাই না। সেই জন্য তাদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে কথা বলার জন্য আমি একজন বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দিয়েছি, ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *