বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বলেছি প্রতিশোধ নেবো না কারও ওপর । প্রতিশোধ নেওয়ার মানে হলো নিজের হাতে তুলে নেওয়া আইন । যেখানেই আইন হাতে তুলে নেওয়া হয়েছে, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ চলতে থাকে। তাই আমরা চাই, আইন হাতে তুলে নেওয়ার নোংরা সংস্কৃতির সমাপ্তি হোক। তবে ন্যায় প্রতিষ্ঠায় আমাদের দাবি হলো, যারা অপরাধ করেছে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পেতে হবে শাস্তি বেআইনিভাবে নয়।’
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি এসব কথা ।
দেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির মৌলিক ইস্যুতে আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ। সব দল নিজ নিজ জায়গা থেকে রাজনীতি করবে। বর্তমান সরকারের সমালোচনা করবে। সেইসঙ্গে সরকার যেন সংস্কারকাজগুলো সঠিকভাবে করতে পারে, সে সহযোগিতাও করতে হবে। দলমতের ভিন্নতা থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সবাই আমার মনের মতো কথা বলবে না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে।’
গত সাড়ে ১৫ বছরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে জামায়াতের ওপর উল্লেখ করে আমির আরও বলেন, ‘আমাদের ১ থেকে ১১ শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। অনেককে জেলের ভেতরে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবু করেননি মাথানত জামায়াতের নেতারা।’
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির শাহীনুর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন ও ঢাকা দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন প্রমুখ।