শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
সহিংসতার পর বর্তমানে শান্ত অনেকটাই পরিস্থিতি দীঘিনালার । পুড়ে যাওয়া দোকানপাটের অবশিষ্টাংশ পরিষ্কার করে আবার নতুন করে তা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
তাদের মধ্যে বেশিরভাগ ব্যবসায়ীর হতাশার ছাপ চোখে-মুখে । সাজানো গোছানো স্বপ্ন চোখের সামনে পুড়ে হয়ে গেছে ছাই। সহিংসতার জেরে মুহূর্তের মধ্যে হয়ে গেছেন তারা নিঃস্ব।
লারমা স্কয়ার, এবং বাস টার্মিনাল ঘুরে দেখা যায় সেদিনের বীভৎস সহিংসতার চিত্র। দোকানপাটের মালামাল পুড়ে কয়লা হয়ে পড়ে আছে। দোকানের পুড়ে যাওয়া খুঁটির সারি দাঁড়িয়ে আছে। যেখানে গত কয়েকদিন আগেও সাজানো গোছানো দোকান ছিল। ক্রেতা-বিক্রেতাদের জমজমাট ছিল। এখন বিষাদে হয়েছে পরিণত।
কয়েকটি দোকানের মালিক নতুন করে অবকাঠামো তৈরি করতে করছেন কাজ । হতাশার কথা অনেকেই জানিয়েছেন । ধারদেনা করে ঘুরে দাঁড়াবেন তারও নেই উপায়। অনেকে আবার আগের ঋণ কী করে পরিশোধ করবেন তা চিন্তি তানিয়েও।