রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
সাংবাদিক মুন্নী সাহার সবগুলো ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে ব্যাংকগুলোকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (৬ অক্টোবর) চিঠি দেওয়া হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে।
চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকে মুন্নী সাহা ও তার সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেগুলো হিসাবের লেনদেনের তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।
এছাড়া হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি প্রোফাইল ফরম শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্য বিএফআইইউকে পাঠাতে নির্দেশ ওই চিঠিতে দেওয়া হয় ।