সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা, ও সংঘর্ষের সময় কয়েকজনকে মারধর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেনল অন্তত ২৫ জন। সংঘর্ষের ঘটনায় চার ঘণ্টা ঢাকা–সিলেট মহাসড়কের ডেমরা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হামলা, ভাঙচুর ও লুটপাটে লন্ডভন্ড হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। গতকাল সোমবার কলেজটিতে হামলা চালায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থীরা।
পরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া ধাওয়া করলে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু দিকে যায়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও মারধরে আহত হয় অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর গতকাল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
ঘটনাটিকে পরিকল্পিত ও সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন। তিনি জানান , মাহবুবুর রহমান মোল্লা কলেজে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্র বেশে হামলা চালিয়ে কোটি টাকার মালামাল লুটপাট করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনা ঘটিয়েছ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ের দিক থেকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এসে জড়ো হতে থাকেন। পরে বেলা একটা পর্যন্ত তাঁরা কলেজের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে বেলা একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে হামলাকারীদের ধাওয়া দেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুরান ঢাকার কলেজ দুটির শিক্ষার্থীরা যাত্রাবাড়ী এলাকা ত্যাগ করেন।