রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
খুলনায় বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
আটক ভারতীয় নাগরিকের নাম প্রসেনজিৎ সরকার (৩৬)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁওয়ের বাসিন্দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কেএমপির মিডিয়া সেল জানায়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।