সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে “জুলাই ২০২৪” শীর্ষক মেটাল কাস্টিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর ১০ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয় জাতীয় চিত্রশালায়। আজ শনিবার ৩০ নভেম্বর মেটাল কাস্টিং কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মেটাল কাস্টিং এর ক্ষেত্রে উন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক। পরিচালক এ এফ এম নূরুর রহমান বলেন,
“বৈষম্য বিরোধী আন্দোলনের থিমকে তুলে ধরতে, মেটাল কাস্টিংয়ে ইতিহাস সংরক্ষণে এই কর্মশালার আয়োজন। চারুশিল্পে মেটাল কাস্টিং অন্যতম শক্তিশালী মাধ্যম, বিভিন্ন ধরনের মেটালকে গলিয়ে একটা ছাচে নিয়ে মেটালগুলোকে বিভিন্ন আঙ্গিকে তৈরী করা হয়। যা দীর্ঘস্থায়ী হয়ে থাকে”।
১০ দিনের এই মেটাল কাস্টিংয়ে ১৫ জন অংশগ্রহণ করেন। চারুশিল্পে সম্পৃক্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেন। প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাবীবা আক্তার পাপিয়া। কোর্স পরিচালক হিসেবে ছিলেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, কোর্স সমন্বয়ক ছিলেন চারুকলা বিভাগের উপপরিচালক জনাব প্রদ্যোত কুমার দাস এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া।
কর্মশালার মাধ্যমে প্রাপ্ত মেটাল কাস্টিংয়ের শিল্পকর্মগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষিত রয়েছে। যা নিয়ে পরবর্তীতে প্রদর্শনীর আয়োজন করা হবে।