বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব টয়লেট দিবস ২০২৫ সেমস-গ্লোবালের আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী – ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার এক্সপো ২০২৫ ব্র্যান্ড–যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজন ১৪তম কমিউনিকেশন সামিট অস্ট্রেলিয়াজুড়ে “চেঞ্জ দি স্টোরি” উদ্যোগে একত্রিত হলো VAAUS সুরের মেলা”র প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ‍্য আয়োজন অনন্যা সাহিত্য পুরষ্কার পেলেন মহুয়া রউফ নিজস্ব প্রতিবেদক সরকারের এক সিদ্ধান্তে মুহূর্তে বেকার হবে ট্রাভেল এজেন্সির লাখ লাখ দক্ষ কর্মী বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা মোল্লাকান্দিতে আবারও দুই গ্রুপের সংঘর্ষ একজন গুলিবদ্ধ

বিয়ের আলোচনার মধ্যে প্রকাশিত হলো তাহসানের নতুন গান

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ১৯৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

বিয়ের আলোচনার মধ্যে নতুন একটি গান প্রকাশ হলো তাহসানের। গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গতকাল রাতে গুলশানের এক রেস্টুরেন্টে গানটি প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে তাহসান খান বলেন, প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একা ঘর আমার গানটি প্রকাশিত হলো। গানটা হয়তো দেশ জুড়ে তোলপাড় করবে না। কিন্তু গানটা বেঁচে থাকবে। তার চারটি গানের মধ্যে একটি ইংরেজি গান রয়েছে। জংলি সিনেমায়ও গেয়েছেন তাহসান।
গত রাতে গান প্রকাশ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই আসে তাহসানের বিয়ের প্রসঙ্গ। তিনি ব‌লেন, ‘আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে জাতীয় ইস্যু হ‌তে চাই না। তবে আপনারা বি‌য়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।’

তাহসা‌ন আরও বলেন, ‘আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে খুবই আনন্দিত। সব দে‌শেই নেতিবাচকতা থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

বিয়ের খবর আসার পর এই দম্পতিকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হয়। বিষয়টি নিয়ে তাহসান বলেন, ‘আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। আমার কাজ হলো গান করে যাওয়া। এর সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে সেটা করব। এ বছর কিছু গানের পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টায় আছি।’

‘একা ঘর আমার’ শিরোনামে গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুরও করেছেন তাহসান। ডুয়েট গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *