শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

শুরু হলো জাবের অ্যান্ড জুবায়ের লিমিটেড এর ১৫তম ফ্যাব্রিক উইক

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ২০৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেছে যে তারা স্প্রিং/সামার ‘২৬ থিম এবং ফ্রেন্ডকে কেন্দ্র ১৫তম ফ্যাব্রিক উইক আয়োজন করেছে। এই ইভেন্ট টি তাদের গুলশানের ডিজাইন স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে। চলবে ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ফ্যাব্রিক উইক এ জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড তাদের নতুন বুননের ফ্যাব্রিক পণ্যের একটি অনন্য লাইন উন্মোচন করবে,যা স্থায়িত্বশীল উপাদান ব্যবহার করে তৈরি এবং উদ্বোবনী প্রযুক্তিতে সমৃদ্ধ। এই বছরের প্রদর্শনীতে তারা পাইন অ্যাপল, সাইক্লো, নাইলন,সরোনা,জুট,কলা, রিজেন এগ্ৰি, রিসাইকেলড ইলাস্ট্রেশন, সাকুলোস হাইপার স্ট্রেচ ফ্যাব্রিক এবং আরো অনেক নতুন উপকরণ প্রদর্শন করবে। জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড হলো নোমান গ্ৰূপ অফ ইন্ডাস্ট্রিজের বৃহত্তম টেক্সটাইল বিভাগ, যার বার্ষিক মোট ব্যবসা পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার। নোমান গ্ৰূপ গত ৫৬ বছর ধরে দেশের টেক্সটাইল শিল্প কে নেতৃত্ব দিয়ে আসছে। জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা সরকারের পক্ষ থেকে ১৩বার ধারাবাহিক ভাবে সবোর্চ্চ রপ্তানির পুরস্কার অর্জন করেছে। ইতোমধ্যে এই ইভেন্টের জন্য অনেক উৎসাহী ব্যক্তি নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন নামকরা ফ্যাশন রিটেইলার এবং ক্রয়কারী সংস্থা গুলো বছরে দুই বার জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক উইক এ অংশ গ্ৰহন করে নতুন উদ্ভাবন খুঁজে পেতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *