শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

সবাইকে ধরা হবে খুঁজে খুঁজে একে একে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ২৪৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘‘যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের ভূমিকা ভিডিও ফুটেজে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিন ২-১ জন করে ধরা পড়ছে।’’ তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ‘‘আজকে ‘ছাগল মতিউর’ নামে পরিচিত মতিউর রহমানকেও ধরা হয়েছে, যাকে এতদিন ধরা সম্ভব হয়নি। এরকম আরও অনেককে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে।’’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘‘সব একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছেন, কিন্তু একে একে তাদের খুঁজে বের করা হবে।’’ বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকার বিষয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’’

এসময় তিনি বলেন, ‘‘অনেক পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, সরাসরি গুলি চালিয়েছেন। তাদের পদায়ন, বদলি বা পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এসবের বিষয়ে ইনকুয়ারি চলমান রয়েছে।’’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

এছাড়া তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান, বিশেষ করে পাশ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য। তবে তিনি আরও বলেন, ‘‘অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর জন্য আপনাদের অনুরোধ জানাই।’’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *