শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ৩০৯ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর বসছে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চার দিনের এই আয়োজন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল, কোরিওগ্রাফার ও আয়োজক কমিটির সদস্য আজরা মাহমুদ এবং আয়োজক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।

আয়োজকরা জানান, চার দিনের আয়োজন সাজানো হয়েছে চারটি ভিন্ন ভিন্ন থিমে।
মডেল নির্বাচন নিয়ে আজরা মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারও নতুন মডেলরা প্রাধান্য পাচ্ছেন আর্কা ফ্যাশন উইকে। ছয় শতাধিক আবেদন থেকে ১০০ জনকে অডিশনে ডাকা হয়। সেখান থেকে ২৫ জনকে বাছাই করা হয়েছে। এছাড়া গত বছরের নির্বাচিত মডেলদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় মডেলরাও উপস্থিত থাকবেন এবারের আসরে।

এবারের আয়োজন নিয়ে

আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার বলেন, এবারের আয়োজনের নতুন বিষয় হলো ‘মাস্টারক্লাস।’ ফ্যাশন বিষয়ক এই ওয়ার্কশপে প্রতিটি সেশনে থাকবেন একজন বিশেষজ্ঞ ও একজন তরুণ ডিজাইনার। মাস্টারক্লাসে যোগ দিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট ফি দিয়ে অংশ নিতে হবে।

আয়োজনের মধ্যে আরও থাকছে- ডিজাইন ল্যাব, ফ্ল্যাশ রানওয়ে, আয়োজনের দ্বিতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত কনসার্ট, ফুডজোন ইত্যাদি। এছাড়া লাইফস্টাইল ও ফ্যাশনের সব ধরনের অনুষঙ্গ তো মিলবেই।

উল্লেখ্য, দেশের ফ্যাশন শিল্পের বিস্তৃতি আর নতুন প্রজন্মের চিন্তাধারার বিন্যাসের লক্ষ্য নিয়ে আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *