বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
জমকালো আয়োজনে শেষ হলো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫- এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান কক্সবাজারে বিজিবি’র রেজুখাল চেকপোস্টে চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার জন ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য —বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা ৩৮ (আটত্রিশ) মামলার আসামি তানিয়াকে গ্রেফতার করেছে রুপনগর থানা মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার চকবাজার মডেল থানা পুলিশ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উদ্ধারসহ এ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩টি কনভেনশন বাস্তবায়নের পরবর্তী করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিভূমি সুরক্ষা এখন সময়ের একান্ত দাবী –ভূমি উপদেষ্টাষ্টা আলী ইমাম মজুমদার

জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন সংলাপ’

মোঃ সিকান্দার আলী / ২০০ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ ক্ষমতার বন্দোবস্ত নিয়ে, অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে একধরনের স্নায়ুযুদ্ধ চলছে। নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ কিছু প্রয়াস দেশের স্বার্থে এখন খুবই গুরুত্বপূর্ণ।

আবদুল বাছিত আজাদ বলেন, ৫ আগস্ট পরবর্তী জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের প্রথম কাজ ছিল ফ্যাসিবাদ ও সব দোসরদের বিচার করা। ফ্যাসিবাদ ফিরে আসার সব রাস্তা বন্ধ করা। জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। দেশের সব সংস্কারে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। সংস্কারে দীর্ঘ সময়ে নয় আবার রাতারাতি নির্বাচনও দেশের মানুষ চায় না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তসংলাপ ও ঐক্যবদ্ধ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে কুরআন সুন্নাহর আদর্শের দিকে সবাইকে ফিরে আসতে হবে। খেলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা যুগে যুগে বৈষম্যের অবসান ঘটিয়েছে। আমাদের এই মুহূর্তে দরকার দেশের সার্বভৌমত্বের জন্য ঐক্য এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্য। 

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মহানগরী উত্তর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আজিজুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শাকিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *