বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকার গুলশানে অবস্থিত জে সি আই বাংলদেশ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো জে সি আই ঢাকা চেঞ্জ মেকার এর সাধারণ সভা। সভায় 2025 এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন আসিফুল্লাহ শিকদার।
এছাড়া এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে মুহাইমিন জায়ান, ভাইস প্রেসিডেন্ট তাহসিন কবির অভি এবং এ কে এম শফি উল্লাহ শোভন,সেক্রেটারি জেনারেল হিসাবে রিয়াদ রহমান,জেনারেল লিগেল কাউন্সেল হিসাবে রাকিবুল বাসার আদিল ট্রেজারার হিসাবে অতিকা তাসনিম এবং বোর্ড এর অন্যান্য সদস্যরা (প্রিন্স রহমান- কমিটি চেয়ার এবং ওসমান গনি-ডিরেক্টর)উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন 2024 এর লোকাল প্রেসিডেন্ট সাবরিনা আহমেদ অভি।