বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম
নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম; বিশেষ অভিযানে গ্রেফতার ১০২, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন: নাগরিক সেবায় নতুন দিগন্ত

মোঃ সিকান্দার আলী / ২৫২ পাঠক
প্রকাশকাল বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

চাকরি, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সনদ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে আজ। অ্যাপোস্টিল কনভেশন, ১৯৬১-তে বাংলাদেশের সাম্প্রতিক পক্ষভূক্তির প্রেক্ষিতে বিদেশগামী বাংলাদেশিদের বিভিন্ন সনদ সত্যায়নের জন্যে ভবিষ্যতে যে অ্যাপোস্টিল সার্টিফিকেট ইস্যুর প্রয়োজনীয়তা দেখা দেবে তার প্রাথমিক ধাপ হিসেবেই এই সমন্বিত অনলাইন সত্যায়ন কার্যক্রম যাত্রা শুরু করল।

রাজধানীর সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন।

পররাষ্ট্র সচিব জনাব মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে এঅনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব মোঃ মাহমুদুল হোসাইন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব মোঃ শীষ হায়দার চৌধুরী, এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) জনাব কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ উদ্দিন আহমেদ, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব জনাব এস এম এরশাদুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগ) জনাব মো: ওমর ফারুখ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জনাব ড. মুঃ নজরুল ইসলাম।

সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই অনলাইন সেবা কার্যক্রম সম্পর্কে একটি তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ মামুনুর রশিদ ভুঁইয়া।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ এই সেবাপ্রদান কার্যক্রমের সাথে যুক্ত সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অ্যাপোস্টিল কনভেশন, ১৯৬১-এর পক্ষভূক্ত দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত অ্যাপোস্টিল সার্টিফিকেট বিদেশগামী সেবাপ্রার্থীদের অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় করবে এবং এর মাধ্যমে প্রতারণার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। ই-অ্যাপোস্টিল সার্টিফিকেটের ফলে দেশের যেকোন স্থান থেকে বিভিন্ন সনদের অনলাইন সত্যায়ন, যাচাই ও ডাউনলোড করার সুবিধা থাকবে, যা সরকারি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশে শিক্ষাগ্রহণ, চাকরি ও অভিবাসন প্রক্রিয়াকে আরো দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *