রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
অসুস্থ জার্নালিজমকে সুস্থ ও সুন্দর করতে হবে—উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ অংশগ্রহণকারী ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার- উপদেষ্টা শারমীন এস মুরশীদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব — ধর্ম উপদেষ্টা স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।”* -উপদেষ্টা আসিফ মাহমুদ কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান: কালোধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায় জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড ১০০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ঝংকার ললিতকলা একাডেমির ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।

মোঃ জহিরুল ইসলাম / ২২০ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

ছায়ানট সংস্কৃতিক ভবন এর ছায়ানট হলে গত২৯শে জানুয়ারী গত বুধবার পরিবেশিত হয় ঝংকার ললিতকলা একাডেমির ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানের সূচিতে ছিল ঝংকার ললিতকলা একাডেমি এ্যাওয়ার্ড প্রদান ও সংস্কৃতিক পরিবেশনা।

এই বিশেষ আয়োজনে প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন অসিত কুমার দে, শাস্ত্রীয় সংগীত শিল্পী ও শিক্ষক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালারস্ মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান, বাংলাদেশ বেতারে আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টু। মোঃ কামরুজ্জামান প্রিন্সিপাল লালমাটিয়া গালর্স হাই স্কুল এন্ড কলেজ। ফারহানা চৌধুরী বেবী নৃত্য পরিচালক ও নৃত্য শিল্পী বাংলাদেশ ফাইন আর্টস একাডেমী। উপদেষ্টা হিসাবে ছিলেন ফেরদৌস খান আলমগীর, ঝংকার ললিতকলা একাডেমী। আলাউদ্দিন ফারুকী প্রিন্স, প্রতিষ্ঠাতা ও সিইও মজারু এডুকেশন টেকনোলজিস লিঃ। সেলিনা সাথী, সমাজসেবী সাস্কৃতিক ব্যক্তিত্ব। মেহেরুন নেছা ছবি, আবৃত্তিকর ঝংকার ললিতকলা একাডেমী ও ফাতুমা শারমিন ফারুকী, সংগীত শিল্পী ঝংকার ললিতকলা একাডেমী।

অ্যাওয়ার্ড পেয়েছেন যারা ডাঃ তাসমিয়া ইসলাম তৃষা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনিক বোস, প্রতিষ্ঠাতা স্পন্দন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। তাবাস্সুম আহমেদ, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। আতিকুর রহমান উজ্জল, নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক সাধারণ সম্পাদক—ভোরে পাখি নৃত্য কেন্দ্র ও শেখ নজরুল ইসলাম, উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানটির সভাপত্বিত করেন সাধারণ সম্পাদক ঝংকার ললিতকলা একাডেমির ফাতেমা বেগম। নৃত্য পরিচালনা করেন সুলতানা রাজিয়া। মুনমুন শাহা ও এনায়েত হোসেন।
অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের সংগীত পরিবেশনা ও বড় নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনায় দর্শকদের আনন্দে মোন কেড়ে নেয়।
সার্বিক পরিচালনায় ছিলেন আবুল কালাম আজাদ শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *