শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম
সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫

দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলী আহসান রবি / ১৭৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা go মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে নির্যাতিত গৃহকর্মী ১৩ বছর বয়সী সম্পূর্ণ সুস্থ কল্পনাকে দেখতে যান। কল্পনাকে তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা ও সফল প্লাস্টিক সার্জারি করার পর সুস্থ জীবন এবং তার মুখমণ্ডলের অবয়ব ফিরে পেয়েছেন। উপদেষ্টা কল্পনার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি কল্পনাকে বলেন, তুমি এখন সুস্থ হয়েছো এবং বাড়িতে যেয়ে লেখাপড়া করবে উত্তরে কল্পনা বলেন, আমি বাড়িতে ফিরে লেখাপড়া করবো, লেখাপড়া শিখে ডাক্তার না হতে পারলে অন্য কিছু হবো, তবে কখনো অন্য 

 বাড়িতে আর কাজ করবো না। উপদেষ্টা কল্পনার লেখাপড়ার খরচের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন এবং বলেন তোমার লেখাপড়া খরচের জন্য আমি দায়িত্ব নিবো তবে, দোষী ব্যক্তির সাথে কখনো আপোষ করবে না। এই দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি বলেন, আমরা পেপার পত্রিকায় সব সময় নির্যাতিত ভিকটিভের ছবি প্রকাশ করতে দেখি কিন্তু নির্যাতনকারী দোষী ব্যক্তির ছবি প্রকাশ ও প্রচার করতে দেখি না, যারা দোষী তাদের ছবি  মিডিয়ায় প্রচার করতে হবে, তাহলে সমাজের মানুষ অন্যায়কে জানতে পারবে এবং সচেতন  ও সজাগ হবে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির বাসিন্দাদের গৃহকর্মী থাকা অবস্থায় কল্পনা বছরের পর বছর ধরে প্রচন্ড নির্যাতন সহ্য করেছে। গতবছর অক্টোবরের শেষ দিকে যখন তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়া হয় তখন তার সারা শরীরে একাধিক পোড়ার আঘাত ছিলো এবং তার সামনের চারটি দাঁত ভেঙে দেয় নির্যাতনকারীরা। তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা এবং একাধিক অস্ত্রপচার ও  প্লাস্টিক সার্জারির পর তার মুখের অবয়ব এবং সুস্থ জীবন ফিরে পাওয়ার পর পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য এখন প্রস্তুত কল্পনা। 

এ সময় উপদেষ্টার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মোঃ আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *