শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম
স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়েছে যেসব পদক্ষেপ সরকার

মোঃ সিকান্দার আলী / ১৬৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের অর্থনীতি : সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিভিন্ন তথ্য তুলে ধরে।

প্রধান উপদেষ্টার কাছে খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি এবং গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলা হয়, চলতি অর্থবছরে দুই দফা ভয়াবহ বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় আউশ ও আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে ৯ দশমিক ৫৫ লাখ এবং ৩.৫৮ লাখ টন কম হয়েছে। সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মোট কার্যকরী মজুত সক্ষমতা ২১ লাখ ৩৪ হাজার ৫৩৮ টন। তবে বর্তমানে খাদ্যশস্যের মজুত রয়েছে প্রায় ১৩ লাখ টন, যা বিগত অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ কম।

গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলা হয়, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি অর্থবছরে আরও ৯ লাখ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরিয়া সারের স্টক প্রায় ৮ লাখ টনে উন্নীত করা হয়েছে, যা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

সারের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভর্তুকি দেওয়া অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচি বাবদ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ৮ হাজার ৫৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূলত ওএমএস, টিসিবি খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও অধিকতর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় সম্পর্কে বলা হয়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত চাষীদের ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করা, মাঠ পর্যায়ে উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কার্যকর পদ্ধতি দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। এক্ষেত্রে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য উপায়ে যেসব ব্যবসা সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা অনুসরণে চাষীদের জন্য একটি ব্যবসা মডেল তৈরি করার বিষয়টি বিবেচনা করা।

চাল, ডাল, তেল, আলু ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বার্ষিক চাহিদা দেওয়ার সঙ্গে বর্তমান মজুতের তুলনাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে মধ্যমেয়াদি চাহিদার প্রক্ষেপণ এবং এসব পণ্য সরবরাহের রূপরেখা তৈরি করা।

চাল, আলু, পেঁয়াজসহ কৃষি পণ্যের ক্ষেত্রে উৎপাদন পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িক ভিত্তিতে তাৎক্ষণিক শুল্ক হ্রাস/অব্যাহতির বিষয়টি বিবেচনায় নেওয়া।

খাদ্যদ্রব্যের পাশাপাশি কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় অন্য উপকরণ সরবরাহের রূপরেখাও তৈরি করা। কৃষি ও খাদ্যদ্রব্য মজুত সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুদাম ও হিমাগারের সংখ্যা বৃদ্ধি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *