সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

মহিষের উপর গবেষণা অব্যাহত রাখার আহ্বান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মোঃ জহিরুল ইসলাম - সিনিয়র রিপোর্টার / ৬৯ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

মহিষের উপর গবেষণা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মহিষ নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। কোনভাবেই এ থেকে বিরত থাকা যাবে না। গবেষণায় প্রাপ্ত ফলাফল মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুইয়া,  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌতম কুমার দেব,
প্রবন্ধের উপর আলোচনা করেন বিএফআরআইয়ের সাবেক মহাপরিচালক ড. তালিকদার নুরুন্নাহার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. ওমর ফারুক।

ফরিদা আখতার বলেন, মহিষ বৈষম্যের শিকার একটি প্রাণী। উন্নয়ন মানে কী? উন্নয়ন কাকে বলে? দেশে এতো উন্নয়ন হচ্ছে তাহলে কিসের উন্নয়ন। গরু, মহিষ যারা পালন করে তাদের ক্ষতি হলে কোন সহযোগিতা নেই কেন। নদীর মহিষ, জলাভূমি।  যে প্রাণি পরিবেশ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে সেসব প্রাণির প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মহিষ যারা পালন করে তাদের কথা, অভিজ্ঞতা বিজ্ঞান কেন গুরুত্ব দেয় না? বিজ্ঞান কী অন্য জায়গা থেকে আসবে? প্রকল্প থামানো যাবে না।
টাকা আসেনি বলে কোন প্রাণী কী বসে থাকবে। 
ফরিদা আখতার বলেন, বিএলআরআইয়ের গবেষণা ছোট্ট ঘরে না করে সব মানুষকে জানিয়ে করতে হবে। সবাইকে সম্পৃক্ত করতে হবে। মহিষের গবেষণা অব্যাহত থাকতে হবে। পালনকারীদের প্রতি নজর দিতে হবে। মহিষের দইয়েরও বৈচিত্র রয়েছে।
ড. এ কে ফজলুল হক ভুইয়া বলেন, একটা মহিষ একটি পরিবারের উন্নয়নের প্রধান অবলম্বন। মহিষ খুব নিরীহ প্রাণী। এটি সহজে খেপে (রাগান্বিত) না, কিন্তু খেপলে কঠিন পরিস্থিতি তৈরি হয়। আমাদের কৃষিখাতে বরাদ্দ কম অথচ স্থানীয় সরকার, সড়কসহ অন্যান্য সেক্টরে প্রকল্পের ব্যয় হাজার হাজার কোটি টাকা। অথচ কৃষি, প্রাণিসম্পদখাতে বাজেট কয়েক কোটি টাকা মাত্র।
তিনি বলেন, মহিষ পালন করে এমন লোকদের প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।

ড. মো. ওমর ফারুক বলেন, মহিষ একটি সংখ্যালঘু প্রাণী। মহিষের সংখ্যা কম হলেও অবহেলিত নয়।
ড. নাজমুন নাহার করিম বলেন, ১৯৯৭ সাল থেকে মহিষ পালনে গবেষণা হচ্ছে। দুধ উৎপাদনে ঘাটতি আছে। বিজ্ঞানীদের মাঠ পর্যায়ে সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *